
নেত্রকোণা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার আলম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ (২৬ সেপ্টেম্বর শুক্রবার) বিকাল চারটার দিকে নেত্রকোণা থেকে মদন যাওয়ার পথে মদন-কাইটাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তায় বাধা গরুর দড়ির সঙ্গে আটকে নিয়ন্ত্রণ হারিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি সড়কে উল্টে পড়ে যায়। এসময় তিনি সামান্য আহত হন। পরে দ্রুত তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, তার শরীরে তেমন কোনো গুরুতর ক্ষতি হয়নি। বর্তমানে তিনি সুস্থ আছেন।
এ ঘটনায় নেত্রকোণা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।