সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মশাল মিছিলঃনিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  নেত্রকোনার পূর্বধলায় র‍্যালী ও আলোচনা সভা মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মদনে ধানের শীষের প্রার্থী জনাব লুৎফুজ্জামান বাবর কে বিজয়ী করতে কর্মী সভা। রফিক হিলালীর জন্য আল্লাহর রহমত ও সবার দোয়া চেয়েছেন আব্দুর রহমান মদনে কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ বিতরণ। নেত্রকোনা ৪ আসনে ধানের শীষের প্রার্থী লুৎফুজ্জামান বাবর ঢেঁড়শ গাছ থেকে পাটের আঁশ! রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক মোতালিব  যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  নেত্রকোনায় নেতৃত্ব প্রত্যাশীদের পৃথক পৃথক বর্ণাঢ্য আনন্দ র‍্যালী মদনে পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ভাংনামারীতে ২৪/৭ প্রসবসেবার শুভ উদ্বোধন।

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১০০৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়  ১৪ মার্চ সোমবার দুপুরে  ৯নং ভাংনামারী uh&fwc তে (২৪/৭) মানে সপ্তাহে ৭দিন ২৪ ঘন্টা স্বাভাবিক প্রসবসেবা, গর্ভকালীন সেবা, প্রসব পরবর্তী সেবার শুভ উদ্বোধন  করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান  মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ নেজামুল হক, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মেছবাহ উদ্দিন, মা-মণি প্রকল্পের জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী ও মোজাম্মেল হক এবং  সিরাক বাংলাদেশ এর প্রতিনিধি,
পরিবার পরিকল্পনা পরিদর্শক  দুলাল উদ্দিন,  fwv জেসমিন আক্তার সাবেক ফার্মাসিষ্ট মোঃ হারুন অর রশিদ অত্র ইউনিয়নের fwaগন ইউপি সদস্যবৃন্দ ইমাম সাহেবগণ ও বিশিষ্ট্য ব‍্যাক্তিবর্গ।
উক্ত uh&fwc কেন্দ্রটি সার্বক্ষণিক সেবাদানের সুবিধার্থে ইউপি চেয়ারম্যান  মোঃ নেজামুল হক নিজ উদ্যোগে uh& fwc এর বৈদ‍্যুতিক, স‍্যানিটেশন, ওয়াইফাই, ফ‍্যান, ওটি রুমে এসি সহ সকল বিষয়ে সবসময় পাশে থাকবেন বলে আস্বস্ত  করেন। উনার এই মহতি কাজের জন্য উপজেলা উপজেলা  স্ব‍্যাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। অন্যদিকে
উপজেলা চেয়ারম্যান  মোঃ মোফাজ্জল হোসেন সার্বিক সহযোগিতার প্রতিজ্ঞা করেন। পরিবার পরিকল্পনা পরিদর্শক দুলাল উদ্দিন বলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান যেভাবে সহযোগিতা ও তদারকি করছেন এজন্য চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ উক্ত uh&fwcতে আয়া sacmo pharmacists সহ সকল জনবল নিয়োগ দিলে  ভাংনামারীকে দেশের সেরা সেবাদান uh&fwc উপহার দিবেন।
উক্ত অনুষ্ঠানে tfpo  কামাল হোসেন বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এছাড়াও  আরও বক্তব্য রাখেন atfpo, মা-মণির প্রতিনিধিবৃন্দ, সিরাক বাংলাদেশ, ইমামগণ, শিক্ষকবৃন্দ ও স্থানীয় ব‍্যাক্তিগণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin