
নেত্রকোনার খালিয়াজুরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আবুল কালাম আজাদ , মোঃ মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক( ২) মোঃ কায়ছার রহমান (শেকুল )এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নতুন বাজারসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। র্যালিপথ জুড়ে স্লোগান আর করতালিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরে উপজেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে খালিয়াজুরীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সম্পন্ন হয়।