
আজ বুধবার (২৭ আগস্ট ২০২৫) খালিয়াজুরী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নেত্রকোনা জেলা বিএনপির দিবার্ষিক নির্বাচনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে খালিয়াজুরী উপজেলা বিএনপির আয়োজনে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাস্থলটি ছিল নেতা-কর্মী ও কাউন্সিলরদের উপস্থিতিতে স্লোগানমুখর ও উচ্ছ্বাসে ভরপুর।
সভায় সভাপতিত্ব করেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ (স্বাধীন )এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহবুবুর রহমান (কেষ্টু)!
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সহ-সভাপতি জনাব আব্দুল মান্নান তালুকদার
,জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি জিএস মাসুদ রানা চৌধুরী,
নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব মুজিবুর রহমান খান।
এছাড়া বক্তৃব রাখেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদ রানা, তরিকুজ্জামান তরু নাজমুল হক তালুকদার( আরিফ ) মির্জা জিয়াউদ্দিন জিয়া, ও সেকুল তালুকদার সহ বিভিন্ন কাউন্সিলরবৃন্দ।
বক্তারা একবাক্যে বলেন, “গরুর গাড়ি মার্কা হলো ঐক্যের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। আসন্ন নির্বাচনে এই প্রতীকের বিজয় নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
পরিশেষে গরুর গাড়ি মার্কার প্রার্থী জনাব আব্দুল্লাহ আল মামুন খান (রনি) আবেগঘন কণ্ঠে সকল কাউন্সিলর ও ভোটার ভাইদের উদ্দেশে বলেন—
“আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আগামী ৩০ আগস্ট আপনাদের মূল্যবান ভোটে আমাকে বিজয়ী করুন, ইনশাআল্লাহ আমি নেত্রকোনা জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ, শক্তিশালী ও গণমানুষের দলে পরিণত করবো।”
সভা শেষে “গরুর গাড়ি মার্কা চাই” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স । নেতা-কর্মীদের দৃঢ় অঙ্গীকার—৩০ আগস্টের নির্বাচনে আব্দুল্লাহ আল মামুন খান (রনি)ভাইয়ের বিজয় যেন অবশ্যম্ভাবী।