
নেত্রকোনার খালিয়াজুরী সদর ইউনিয়নের আমানীপুর (চাঁনপুর)গ্রামে পুলিশের অভিযানে মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন—স্থানীয় বিএনপির নেতা ফুল মিয়ার ছেলে হাবিব প্রিন্স এবং যুবলীগ নেতা ছাবিল মিয়ার ছেলে কোলন মিয়া।
পুলিশ জানায়, আজ ১৭/০৯/২৫ ইং রাত সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা রাজনৈতিক পরিচয় ভাঙিয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের এ কর্মকাণ্ডে অসংখ্য যুবক মাদকে আসক্ত হয়ে পড়েছে এবং রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
আটককৃত হাবিব প্রিন্সের বাবা ফুল মিয়া বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এলাকাবাসীর অভিযোগ, বারবার নিষেধ করার পরও হাবিব প্রিন্স ,এ ব্যবসা বন্ধ করেনি। প্রথমে ছাত্রলীগের কিছু নেতাকে সঙ্গে নিয়ে এ ব্যবসা শুরু করলেও পরে তা আরও বিস্তার লাভ করে।
পুলিশের হাতে ধরা পড়ার ঘটনাটি এলাকায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছে সচেতন মহল। এলাকাবাসী প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।