মঙ্গলবার নেত্রকোনা পাবলিক হলে সুধীসমাবেশে অনুষ্ঠিত এই বর্ণিল আয়োজনে প্রধান অতিথি ছিলেন মোঃ সাইফুর রহমান জেলা প্রশাসক নেত্রকোনা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধি, নারী নেত্রী, বিভিন্ন সংগঠনের সদস্যসহ নাগরিক সমাজের বিশিষ্টজনেরা। সম্মাননা গ্রহণের মুহূর্তে হলজুড়ে সৃষ্টি হয় গর্ব ও আবেগের স্রোত।
তাহমিদা ইসলামের এই অর্জনকে স্বাগত জানিয়ে নেত্রকোনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম বলেন,
“সমাজসেবায় তাহমিদার দীর্ঘদিনের নিবেদন আজ সত্যিকারের মর্যাদা পেল। তার প্রতিটি পদক্ষেপই নারীর অগ্রযাত্রাকে নতুন আলো দেখায়।”
বিগত কয়েক বছর ধরে তাহমিনা ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার, প্রান্তিক নারীদের আত্মনির্ভরশীলতা গড়ে তোলা এবং শিশু-কিশোরদের সুরক্ষায় উল্লেখযোগ্য কাজ করে আসছেন। তার উদ্যোগগুলো মানুষের জীবনে এনেছে ইতিবাচক পরিবর্তন, আর স্থানীয় সমাজে তৈরি করেছে শক্ত অবস্থান ও প্রভাব।
অনুষ্ঠানটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়-যেমন শেষ হয়নি তাহমিদা ইসলামের পথচলা; বরং শুরু হয়েছে নতুন অনুপ্রেরণার অধ্যায়।