নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বৈঠাখালী গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণের কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করা হয়েছে অনিয়ম এমন অভিযোগ সচেতন এলাকাবাসীর।
নিয়ম অনুযায়ী নির্মাণ কাজের বিবরণ সম্মিলিত সাইনবোর্ড দৃশ্যমান থাকার কথা থাকলেও তা টানানো হয়নি ফলে এই কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিম্নমানের পাথরের খোয়া, বালি দিয়ে নির্মাণ কাজ চলছে। বিদ্যালয়ের ভবনের মূল স্থাপনার পিলারের ঢালাই হিসাবে ব্যবহার হচ্ছে দুই-তিন নম্বর ও নম্বরবিহীন নিম্নমানের পাথরে কুয়া।
অপরদিকে নিচের ফাউন্ডেশনের গেটভিমে ৪ ইঞ্চি এবং ৬ ইঞ্চি দূরত্ব পর পর রডের রিং বাধার নিয়ম রয়েছে। ৪ ইঞ্চির জায়গায় ৫ ইঞ্চি ৬ ইঞ্চির জায়গায় ৭ ইঞ্চি রডের রিং বাধাতে দেখা যায় এতে করে মূল স্থাপনা অনেক দুর্বল হয়ে যাবে বলে আশঙ্কায় ক্ষুব প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা জানান, বিদ্যালয়ের অনিয়মের বিষয়টা তো আমি জানিনা
যেভাবে সরকারি নিয়ম ধরা আছে এভাবে কাজ হোক সুন্দরভাবে বিদ্যালয়ে কাজটা সম্পন্ন হোক এটাই আমাদের চাওয়া।
বৈঠাখালী গ্রামের ইসলাম উদ্দিন মিয়ার ছেলে সেলিম মিয়া জানান, সিডিউলে উন্নতমানের ইট, পাথর ও রড, সিমেন্ট দিয়ে কাজ করার নিয়ম রয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম না মেনে বিদ্যালয়ের কাজ করছেন।
নিম্নমানের পাথরে খোয়া, বালি এবং পরিমাণে কম রড দিয়ে রিং দূরত্ব বেশি দূরে দূরে লাগিয়ে রিং বাঁধছেন।
স্থানীয়রা জানায়, প্রয়োজনীয় তদারকির অভাবে ঠিকাদারের লোকজনের যোগসাজশে দায়সারাভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে বিদ্যালয়ের ভবনের কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান শামীম মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, কাজের ঊনিশ বিশ হতেই পারে এতে কোন সমস্যা নাই ।
উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল বলেন, বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের ব্যাপারে আপনাদের কাছ থেকে জানলাম, আমি উপপ্রকৌশলী পাঠাবো সরে জমিনে গিয়ে দেখবে পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে।