কবিতার আদলে পত্র লেখা
যতিচিহ্ন কিংবা সেমিকোলন,
কাগজের ভাঁজে না’বলা কথা
আমার প্রথম প্রেমিকা জানে।
ভালোবাসা কী বহুরূপী হয়?
স্বাদ, গন্ধ, অমিয় স্বর্গসুধা,
তাল, লয় কিংবা দাঁড়ি, কমা?
প্রতিদিনের খুনসুটি বিকেল
জ্বর গায়ে মেঘলা দুপুর,
ডুবসাঁতার খেলা চলে,সেই
বড়বাড়ির প্রাচীন পুকুর।
তোমার মায়াবী হৃদয়ে কার
স্পর্শে জেগে ওঠে প্রেম,
জীবাত্মার অবাক শরীর।
আমার অলিখিত পত্র গুলো
এখন কবিতা হয়ে হাঁটে,
অবিরাম শব্দরথে কিংবা
পৃথিবীর মানচিত্রের পথে।