ময়মনসিংহের গোরৗপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি ২য় বারের মত নাম প্রকাশে অনিচ্ছুক সমাজের দানশীল কিছু ব্যক্তিদের সহায়তায় শুধুমাত্র অসহায় ও ছিন্নমুল মানুষের জন্য ঈদের দিন একটি কোরবানীর ব্যবস্থা করে শিশু ও তাদের পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। জানা যায় ১ মে ২০১৫ সালে প্রতিষ্ঠা হয় এসো গৌরীপুর গড়ি, প্রতিষ্ঠা কাল থেকে তারা বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। গত কোরবানীর ঈদেও তারা একটি গরু কোরবানীর ব্যবস্থা করে মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল।
এ বছরও তারা ৬০ হাজার টাকা দিয়ে একটি গরু কোরবানীর মাধ্যমে ৮৬টি অসহায় পরিবারের মাঝে ১কেজি করে মাংস পৌছে দেয়। যে অসহায় মানুষগুলো দ্বারে দ্বারে ঘুরে মাংস সংগ্রহ করত তারা এই উপহার পেয়ে খুশিতে আতœহারা। এই সংগঠনের প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী (রন্টি) বলেন ছিন্নমূল মানুষগুলোর মুখে হাসি ফুটানো আমাদের বিশেষ প্রাপ্তি। তিনি আরও বলেন এই মহতী উদ্দোগকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে ইকবাল হোসেন জুয়েল, প্রতিষ্ঠাকালীন সদস্য শেখ বিল্পব, আঃ রাকিব সোহাগ, পিলু ঘোষ, কামাল হোসেন, সুপক রঞ্জন উকিল, নয়ন বিশ^াস অন্যতম।