ময়মনসিংহ জেলার গৌরীপুরে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ঐক্য পরিষদের উদ্যোগে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম।
অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সিনিয়ার ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক কর্পোরাল মো. কামাল হোসেন। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নূরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সিনিয়ার ওয়ারেন্ট অফিসার মো. মিরাজ আলী, মো. খোকন মিয়া, আবুল বাসার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট দেবল চন্দ্র, ফজলুল হক, মোজাম্মেল হক, মঞ্জুরুল হক, আবুল কাশেম, হারুন মিয়া, মো. সিরাজুল হক, আলী আজম প্রমুখ।