আজ ১১ জুলাই ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী ৪৫তম জন্মদিন।
কবির জন্মদিন উপলক্ষে তার ভক্তরা মোক্তারপাড়াস্থ বোধ সাহিত্য পত্রিকা কার্যালয় ‘কবিতা প্রাঙ্গণে, সন্ধ্যায় আয়োজন করেছে তার লেখা গান, কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানের।
তাছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, টুইটারে তার অগনিত ভক্তরা কবিকে প্রাণডালা অভিনন্দন ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
নেত্রকোনার বুক ছিড়ে বয়ে চলা মগড়া নদীর ঢেউয়ের সাথে খেলা করে, এপাড় ওপাড় সাঁতার কেটে, নীল আকাশ, নির্মল পাহাড়, পাহাড়ের ঘাঁ ঘেষে কলকল করে বয়ে চলা স্বচ্ছ জলরাশি আর হাওরের বিশাল ঢেউয়ে নৌকা নিয়ে ঘুরে বেড়ানো দুরন্তপনা সেই ছোট শিশুটিই আজ আমাদের ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী।
প্রকৃতি, সবুজের সমারোহ, নির্মল আকাশ, মেঘ বৃষ্টি রোদের খেলা আর নৈসর্গিক সৌন্দর্যকে আঁকড়ে ধরে মেধা আর মননকে কাজে লাগিয়ে সৃজন করে চলেছে একের পর এক কবিতা, অনু-কবিতা, গল্প আর উপন্যাস।
কবি তানভীর জাহান চৌধুরী নেত্রকোণার সাহিত্যের দর্পন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলা একাডেমী ও একুশে পদকে ভূষিত প্রয়াত কথা-সাহিত্যিক মরহুম খালেকদাদ চৌধুরী’র একমাত্র পৌত্র।
বাবা মরহুম কায়সার জাহান চৌধূরী এবং মা রেহেনা চৌধূরী তাদের একমাত্র ছেলের দূরন্তপনা আর সাহিত্যচর্চা সর্বদা হাসি মুখে মেনে নিয়ে লেখালেখিতে উৎসাহ যোগাতেন। একটি মাত্র ছোট বোন আরেফিন চৌধূরী ভাইয়ের কবিতার প্রথম শ্রোতা। বোনের বিয়ের পর তার স্ত্রী তাকে উৎসাহ যোগান লেখালেখিতে, কন্যা প্রশংসা চৌধুরীও তার বাবার কাব্যচর্চায় বিশেষ উৎসাহ দেয়।
প্রিয়জন কবি তানভীর জাহান চৌধুরী ১৯৭৮ সালের ১১ জুলায় জন্মগ্রহন করেন নেত্রকোণার মোক্তারপাড়ায়।
লেখা পড়ার পাঠ শেষে উন্নয়ন কর্মী হিসেবে একটি স্থানীয় এনজিওতে কাজ করতেন তিনি কিন্তু কবিতা যার মন মগজে নেশার মতো কাজ করে তার পক্ষে চাকুরী চালিয়ে যাওয়া কতটা সম্ভব। স্বভাব কবি’রা বোধ হয় এমনি হয়। বর্তমানে তিনি (প্রস্তাবিত) নেত্রকোণা আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যাপনা করছেন। কবি তানভীর জাহান চৌধুরী ১৯৯৫ সালের ১৬ ডিসেম্বর থেকে নেত্রকোণা থেকে প্রকাশিত ঐতিহ্যবাহী সাহিত্য পত্রিকা “বোধ” এর সম্পাদনা করে আসছেন। তার নেতৃত্বে প্রতি মাসের প্রথম শুক্রবার “বোধ” সাহিত্য পত্রিকা আয়োজনে কবি লেখকদের আড্ডা চলেছে আজ অব্দি।
২০১৮ সালে একুশে বই মেলায় তার প্রকাশিত প্রথম কাব্য গ্রন্থ ‘ভালোবাসার প্রতিশোধ ভালোবাসাই নেবে’ কবিতা প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া জাগায়। ভালোবাসার কবি খ্যাত তানভীর জাহান চৌধুরী ইতিমধ্যে পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি তার লেখনির মাধ্যমে অল্প সময়ের মধ্যে নতুন নতুন পাঠক সৃষ্টি করতে পেরেছেন। তাইতো প্রতি বছর অমর একুশে গ্রন্থ মেলায় তার প্রকাশিত গ্রন্থ নিয়ে নবীন প্রবীন, তরুনদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। কবি তানভীর জাহান চৌধুরী’র প্রকাশিত প্রতিটি গ্রন্থ পাঠক চাহিদা বিবেচনা করে প্রকাশকেরা একাধিক মুদ্রণ করেছেন। ইতিমধ্যে তার লেখা বেশ কিছু গান সঙ্গীত পিপাসুদের তৃষ্ণা মিটিয়েছে।
কবি তানভীর জাহান চৌধুরী’র প্রকাশিত গ্রন্থ সমুহ হচ্ছে, কাব্যগ্রন্থ ‘ভালোবাসার প্রতিশোধ ভালোবাসাই নেবে’, ‘ভালোবাসা সয় না আমার দুঃখ হয় না পর’, ‘মন ধুয়ে নেই জলে’, ‘একটি বিকেল ধার দিয়েছি’ ‘প্রেমও একটা অসুখ’ উপন্যাস ‘ঘর বাঁধলেই ভালোবাসা হয় না’, গল্প ‘মায়ের মুখে শোনা মুক্তিযুদ্ধের গল্প’।
দাদার কাছেই সাহিত্যে হাতে খড়ি তার। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় তানভীর জাহান প্রথম কবিতা লিখে দাদাকে তাক লাগিয়ে দিয়েছেলেন। প্রজন্ম থেকে প্রজন্মে যার রক্তে বইছে সাহিত্যের রসবোধ, ছন্দ শব্দ তাকে প্রতিনিয়ত তাঁড়া করে বেড়ায়। ভাববাদী দর্শনে বিশ্বাসী এই মানুষটির মধ্যে রয়েছে এক অমোঘ টানের আবেশ। যে কাউকে মুহুর্তেই বন্ধু করে নিতে পারেন তিনি। একাধারে লেখক, গীতিকার ও আলোচক, আবৃত্তি ও উপস্থাপনায় বেশ পারদর্শী প্রিয় তানভীর জাহান চৌধুরী।