নেত্রকোনার আটপাড়ায় সারাদেশের মতো পাঠ্যপুস্তক বিতরণ উৎসব দিবস পালিত হয়েছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পাঠ্যবই। উপজেলার প্রতিটি প্রাথমিক,মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানে রবিবার সকালে এ উৎসব উদযাপন করেন।
বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ উৎসব পালন করে। প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ, এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা , শিক্ষকবৃন্দ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ সহ অনেকে।