সারা দেশের ন্যায় নেত্রকোণার আটপাড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, কৃষিবিদ ফয়জুন নাহার নিপা, সহকারী কমিশনার (ভূমি) মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী আল মোতাসিম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আতিকুর রহমান খান, প্রাথমিক শিক্ষা অফিসার শেলিমা আক্তার খাতুন, বীর মুক্তিযোদ্ধা মো: তৈয়ব উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভন কুমার ঘোষ, ওসি তদন্ত মো: আব্দুর রহিম, প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল ইউ.পি চেয়ারম্যানগণ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ প্রমূখ।