ডিএসকে GoB UNICEF ASWA.II প্রকল্পের কোভিড.১৯ প্রতিরোধে ব্যাপক প্রচারণা শুরু চালাচ্ছে। চলবে আগামী সাতদিন । বেসরকারি সংস্হা ডি এস কে’র উপজেলা সমন্বয়কারী তোফাজ্জল হেসেন জানান, আটপাড়া উপজেলা প্রকল্প এলাকায় ইউনিয়ন ওয়াটসান কমিটি , উপজেলা ওয়াটসান কমিটি , গ্রাম উন্নয়ন কমিটি, ডিপিএইচই ও উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় প্রকল্পের স্বাভাবিক কাজের পাশাপাশি কোভিড.১৯ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষের সুস্থ জীবন নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে । প্রকল্পটি মাস্ক , স্যানিটাইজার , সাবান ,ব্লিচিং পাউডার বিতরণের পাশাপাশি উঠান বৈঠক , স্থানীয় নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতৃবৃন্দকে সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় রাখার জন্য সমন্বয় সভা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সংক্ষিপ্ত ওরিয়েন্টশন আয়োজন , মাইকিং , পোষ্টারিং , জনবহুল স্থানে জীবানুনাশক স্প্রে করা সহ আটপাড়ার জনবহুল স্থানে পা-চালিত হাতধোয়ার ডিভাইস স্থাপন এবং গ্রামাঞ্চলে হাজার হাজার ছোট ছোট ( বালতি , ড্রাম , ট্যাপ দিয়ে ) হাত ধোয়ার ডিভাইস তৈরী করে সাবান পানি দিয়ে হাত ধোয়া নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছে এবং কাযর্ক্রম চলমান । নিরাপদ পানি , উন্নত স্যানিটেশন ব্যবস্থা , স্বাস্থ্যাভ্যাস পালন কোভিড.১৯ প্রতিরোধে সহায়ক ।