নেত্রকোণার জেলার আটপাড়া উপজেলায় আজ (রবিবার) খিলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আটপাড়া-কেন্দুয়া নির্বাচনী এলাকা-১৫৯, নেত্রকোণা-০৩ এর সাংসদ অসীম কুমার উকিল। আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: সুলতান উদ্দিন, সহ-সভাপতি মো: সাইদুল হক তালুকদার, যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান খান নন্দন, যুগ মহিলা লীগের সভাপতি তানিয়া নাজনীন চৌধুরী রেখা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আতিকুর রহমান খান, অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, বিদ্যালয়ের সকল শিক্ষক ও কমিটির সদস্যবৃন্দসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা প্রমূখ। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা মো: আবু সাঈদ খান, সঞ্চালনা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম।