নেত্রকোনার আটপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে । এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আটপাড়া আয়োজনে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালী, পোনা মাছ অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করেন নেত্রকোনা -৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা,উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ,আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি, মো,জহিরুল ইসলাম খান হীরা সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রজব আলী।