নেত্রকোণার আটপাড়ায় ২৮, মে (রোববার) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, জেলা পরিষদের সদস্য মো: ছানোয়ার উদ্দিন ছানু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভন কুমার ঘোষ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়জুন নাহার নিপা, উপজেলা প্রকৌশলী মো: আল মুতাসিম বিল্লাহ, প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খা, সকল ইউ.পি চেয়ারম্যানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমূখ। আলোচনা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।