নেত্রকোনার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল অপারেশন থিয়েটার (ওটি)। রোববার (২৬ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটির উদ্বোধন করা হয়, এতে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিঞা, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানখান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা, সাধারণ সম্পদক আসাদুজ্জামান খান সোহাগ প্রমুখ। উদ্বোধনের প্রথম দিনে দুটি সিজারের অপারেশন সম্পন্ন হয়। স্থানীয়রা জানান আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার (ওটি) চালু হওয়ায় দীর্ঘ্যদিনের প্রত্যাশা পূরুণ হয়েছে।