“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস), মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আটপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ এর আয়োজন করা হয়। প্রদর্শনীতে ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির প্রাণির প্রদর্শন করানো হয়।
প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, নেত্রকোণা-০৩ (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকা-১৫৯ এর সাংসদ অসীম কুমার উকিল।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ মাসুদ করিম ছিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মো: মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, প্রদর্শনীতে অংশগ্রহণকৃত বিভিন্ন খামারের মালিক ও উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ প্রমূখ।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ ও সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) তাপরিন নেগার মিমি। প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মাঝে ১ম-৩য় স্থান প্রাপ্তদের মাঝে সনদপত্র ও চেক তুলে দেয়া হয়।
প্রধান অতিথি অীসম কুমার উকিল এম.পি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন পর্যায়ের খামার প্রতিষ্ঠার জন্য সরকারি ঋণ কর্মসূচী চালু করেছেন। এতে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। তিনি প্রত্যেককে উদ্যোক্তা হিসেবে খামার প্রতিষ্ঠা করতে উদ্বুদ্ধ করেন।