হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ আয়োজনে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল৷
বিশেষ অতিথির বক্তব্য রাখেন
বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য অধ্যাপিকা অপু উকিল। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪ নং বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রানা আনজু। এরআগে শোক র্যালী অনুষ্ঠিত হয় শোক র্যালীতে উপজেলা আওয়ামী লীগ, ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়৷ র্যালী শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ, ও সহযোগী সংগঠন, এছাড়াও উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রেসক্লাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে৷