বিশ্ব মা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ মে) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আটপাড়া নেত্রকোনা আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেলিমা আক্তার খাতুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা, উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ । উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ওমর ফারুক আলোচনাসভা সঞ্চালনা করেন।