নেত্রকোনার আটপাড়ায় অসহায় চা বিক্রেতা সাকারুলের চিকিৎসা সাহায্যে এগিয়ে এসে পাশে দাড়িয়েছেন মানবিক ইউ এন ও মো শাকিল আহমেদ। ১৩ই মার্চ সোমবার উপজেলা নির্বাহী অফিসার মো শাকিল আহমেদ ভুক্তভোগীকে খবর নিয়ে চিকিৎসা সাহায্যে নগদ অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন -উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ । বানিয়াজান ইউনিয়নের বানিয়াজান পূর্বপাড়া গ্রামের মো. এখলাস উদ্দিনের (৬৩) ছয় সন্তানের মধ্যে সবার ছোট সন্তান মো.সাকারুল (২৩)। দীর্ঘ প্রায় ১০ বছর এই বিরল রোগে দূর্বিষহ জীবন যাপন করছেন। অসহায় সম্বলহীন বাবার ছোট ছেলে হয়ে পরিবারের ভরণ পোষণের দায়িত্বের ভার কাঁধে তুলে নিতে হয়েছে। একদিকে পরিবারের ভরণপোষণ, অন্যদিকে পায়ের চিকিৎসা, আবার অন্যদিকে রোগের যন্ত্রণা বহন করে চলতে হচ্ছে তাকে। ইতিমধ্যে স্থানীয় সহ ঢাকার পিজি হাসপাতালে ঘুরে এসে চিকিৎসার পিছনে যা অর্থ ছিল তাও ফুরিয়ে গেছে। তার স্ত্রী, এক বছরের সন্তান, বৃদ্ধ পিতা সহ চার সদস্যের পরিবার চালাতেও কষ্টে জীবন যাপন করছে৷ ইতিমধ্যে প্রিন্ট, ইলেক্ট্রনিকস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচারিত হলে অনেকেই চিকিৎসা সহায়তা করার আশ্বাস দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা ইস্কান্দর আলী ও লাল চান মিয়া অসহায় অসুস্থ সাকারুলের পাশে চিকিৎসা সাহায্যের জন্য এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন৷ তার ব্যক্তিগত একাউন্ট নং ৩৫০১৪০১০২১২৮৬ সোনালী ব্যাংক আটপাড়া শাখা, বিকাশ,নগদ নম্বর- ০১৯০৯৩৯৩৮৯১ নেত্রকোনা।যোগাযোগঃ মোবাইল নম্বর- ০১৯০৯৩৯৩৮৯১।