নেত্রকোনার আটপাড়ায় ২৬শে জুন শনিবার উপজেলা সিএনজি অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের শ্রমিক ও চালকদের সমন্বয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিকাল ৪ ঘটিকায় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয় ।গত বছরের ন্যায় শ্রমিক এবং চালকদের সমন্বয়ে বিবাহিত ও অবিবাহিত দুই দলে বিভক্ত হয়ে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বিবাহিত দলের টিটু-এবং অবিবাহিত দলের আইয়ুব একটি করে গোল করলে খেলাটি অমীমাংসিত থেকে যায় ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি মো. রিপন, প্রচার সপাদক মো. আঞ্জুল হক,সহ সম্পাদক মো.মল্লিক, উপজেলা কমিটির সহ সভাপতি মো. রাশেদুল হাবিব ভুইয়া ইকবাল, সম্পাদক আরমান কবির নিলয়,, সহ সম্পাদক রতন তালুকদার, শ্রমিক নেতা মো. নূর মিয়া, সহ উপজেলা কমিটির নেত্রী বৃন্দ। খেলাটি সার্বিক দায়িত্ব পালন করেন কমিটির দপ্তর সম্পাদক মো জানু মিয়া।