নেত্রকোনা আটপাড়ায় সারা দেশের ন্যায় কোভিড ১৯ প্রতিরোধে সরকার ঘেষিত লকডাউন বাস্তবায়নে শুনই ইউপি চেয়ারম্যান ছানোয়ার উদ্দিন ছানু ব্যাপক কাজ করছেন। তিনি তাঁর ইউনিয়ন বাসীকে এ বিষয়ে সচেতন করতে ইউনিয়ন করোনা সংক্রমন প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে সকলকে সাথে নিয়ে লকডাউন বাস্তবায়নে দিন রাত পরিশ্রম করছেন। তিনি ইউনিয়নের বিভিন্ন বাজার,বিভিন্ন মোড়ে মোড়ে নিজের জীবনকে বাজী রেখে মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছেন। উপজেলা করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কমিটির নির্দেশে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানগন স্ব স্ব ইউনিয়নে দায়িত্ব পালন করছেন।
এলাকা ঘুরে দেখা যায়,কঠোর লকডাউনের চতুর্থ দিনে বিকাল বেলায় শুনই ইউপি চেয়ারম্যান ছানোয়ার উদ্দিন ছানু সেতুর বাজার অবস্হান করে নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান বন্ধ করা এবং মাস্ক বিহিন, অকারনে ঘোরাঘুরি করছেন যে পথচারীরা তাদের সচেতন করা সহ নিজ নিজ গৃহে পাঠানোর ব্যবস্হা করছেন। এব্যপারে তিনি বলেন আমি আমার কমিটিকে সাথে নিয়ে এমনকি কখনো কখনো আমি একাই ইউনিয়ন বাসীকে করোনা সংক্রমন প্রতিরোধে সচেতন করতে সমস্ত ইউনিয়ন চষে বেড়াচ্ছি। জনগন সরকারের কঠোর লকডাউন মেনে চলছে।