বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী প্রতিটি উপজেলা কমিটি ৩ বছর অন্তর অন্তর সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নীতিমালা রয়েছে। কিন্তু আটপাড়া উপজেলায় এর ব্যতিক্রম দেখা দিয়েছে। গত ২৫ মে, ২০১৫ তারিখে আটপাড়া উপজেলা কমিটির সর্বশেষ সম্মেলন হয়। এই তারিখ অনুযায়ী সম্মেলনের সময়কাল অতিবাহিত হয়েছে প্রায় ৮ বছর। দীর্ঘ সময়কাল যাবৎ সম্মেলন না হওয়ায় নতুন পদ প্রার্থীদের মধ্যে যেমন হতাশা বিরাজ করছে তেমনি নেতা-কর্মীরা ঝিমিয়ে পড়েছে। গত ২৬ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তম ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এম.পি উপস্থিত সকলের উদ্দেশ্যে সকল জেলার পূর্ণাঙ্গ কমিটি জমাদান এবং যে সমস্ত উপজেলায় সম্মেলন হয় নাই সেই সকল উপজেলায় দ্রুত সময়ের মধ্যে সম্মেলন করার নির্দেশনা দেন। এরই প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নেত্রকোণা-০৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকা-১৫৯ এর সংসদ সদস্য অসীম কুমার উকিল আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজুকে সম্মেলনের প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন মর্মে তিনি প্রতিবেদককে জানান। সম্মেলনের প্রস্তুতি গ্রহণের সংবাদ পেয়ে আটপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে উদ্দীপনা দেখা দিয়েছে।
আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো: মোজাম্মেল হক বলেন, দীর্ঘদিন যাবৎ সম্মেলন না হওয়ায় নেতা-কর্মীরা ঝিমিয়ে পড়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দ্রুত সময়ের মধ্যে সম্মেলন হলে নেতা-কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি পাবে এবং দলের গতিশীলতা বাড়বে।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের তালুকদার মিলু জনান, বর্তমান কমিটির সম্মেলন হয়েছে প্রায় ৮ বছর। আগামী জাতীয় নির্বাচনের জন্য উপজেলা কমিটির সম্মেলন দেয়া অতীব জরুরী।