নেত্রকোণার আটপাড়ায় আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে (ক-শ্রেণির) ভূমিহীন-গৃহহীন মুক্ত টাস্কফোর্স কমিটির সভা ও যৌথ সভা অনুষ্ঠিত। নির্বাহী কর্মকর্তা মো: শাকিল আহমেদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) মো: মোস্তাফিজুর রহমান, ওসি উজ্জ্বল কান্তি সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম মেশকাতুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: ইস্কান্দর, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ মাসুদ করিম ছিদ্দিকী, সকল ইউ.পি চেয়ারম্যান, প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ প্রমূখ।
বর্তমানের সরকারের ঘোষণা অনুযায়ী মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণির) পরিবার পুনর্বাসনের লক্ষ্যে ১ম পর্যায় থেকে ৪র্থ পর্যায় বরাদ্দকৃত ২৭৭টি ঘর নির্মাণ করে সুবিধাভোগীদের মাঝে উপহার হিসেবে তুলে দেয়া হয়। ১ম পর্যায়ে ৯৮টি, ২য় পর্যায়ে ৫০টি, ৩য় পর্যায়ে ৪০টি ও ৪র্থ পর্যায়ে ৮৯টি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ এই প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়নে নিরলস ভাবে পরিশ্রমের ফলেই আজ এই সফলতা ফিরে এসেছে। উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে কথা বললে তারা জানান, আমাদের কোন ঘর বাড়ি না থাকায় পরিবার নিয়ে অন্যের বাড়িতে থাকতে হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে আমরা সরকারি ঘর পাইছি। ঘর পাইয়া আমরা খুব খুশি হইছি। অহন আমরা নিজেদের ঘরে থাকতে পারছি। আমরা শেখ হাসিনার লাইগা দোয়া চাই।
উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী’র উপহার স্বরূপ ২৭৭টি ঘর জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের তদারকি ও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সহযোগিতার মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এতে আটপাড়া উপজেলা ক শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে।