নেত্রকোণার আটপাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি)’র উদ্যোগে উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্লান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় “উপজেলা মাস্টার প্লান প্রণয়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে শেলটেক প্লেনিং ডিজাইন এন্ড রির্সোস কনসোলেন্ট (পিডিআর) এর আয়োজনে দিন ব্যাপী কর্মশালায় বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ফেরদৌস রানা আনজু উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, পরিকল্পনাবিদ রুবাইয়াত শাহরিয়ার রূপম এবং পরিকল্পনাবিদ মো: তাহমিদ তাজওয়ার সামিন আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.জহিরুল ইসলাম খান হীরা প্রমুখ।
অনলাইন প্লাটফর্ম থেকে যোগ দেন ইউটিএমআইডিপির প্রকল্প পরিচালক ছয়ফুদ্দিন, ইউটিএমআইডিপির সিনিয়র কনসালটেন্ট (প্ল্যানিং) গাজী মোহাম্মদ শাহীনূর, পরামর্শক প্রতিষ্ঠান শেলটেক কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে টিম লিডার ড. আক্তার মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, সহ অন্যান্য কনসালটেন্টরা।