নেত্রকোনার আটপাড়ায় নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয় আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এ নবীনবরণ, সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, আটপাড়ার থানার এস আই গৌতম কুমার সেন, বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, বানিয়াজান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমী সাহা, বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শ্যামল চন্দ্র সাহাসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, ও শিক্ষার্থীবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়৷