আটপাড়ায় আশ্রয়ন প্রকল্প ২ উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর অংগীকার একজন মানুষও গৃহহীন থাকবেনা এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষ্যে সারা দেশে ৫৩,৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান (২য় পর্যায়) এর ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ জুলাই শনিবার সকাল ১১ টায় সোনাজুর মৌজায় অবস্থিত উপজেলার দুওজ ইউনিয়নে মহেশ্বরখিলা আশ্রয়ণ ২ প্রকল্প এর মতবিনিময় সভায় নেত্রকোণা জেলা প্রশাসক কাজি আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার-৩ আসনের (আটপাড়া-কেন্দুয়া) সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি ।
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনির হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল, সহকারী কমিশনার (ভূৃমি) সুলতানা রাজিয়া। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফেরদৌস রানা আন্জু,জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক
এম মুখলেছুর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যনদ্বয়,বিভিন্ন ইউপি চেয়ারম্যনবৃন্দ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হিরা,সম্পাদক আাসাদুজ্জামান খান সোহাগ,সাংবাদিক ফোরাম এর সভাপতি রাশেদুল হাবিব ভূইয়া ইকবাল সহ জেলা ও উপজেলা সাংবাদিকবৃন্দ,আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ । মতবিনিময় সভা শেষে
উপকারভোগীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এখানে উল্লেখ্য যে, প্রথম পর্যায়ে আটপাড়া উপজেলায় ৯৮ টি এবং দ্বিতীয় পর্যায়ে ৫০ টি ঘর নির্মাণ করা হল।