আগামী ১১ নভেম্বর নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ৭ টি ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে নৌকার গণজোয়ার সৃষ্টি করছে অধ্যাপক অপু উকিল । তফছিল ঘোষণা হওয়ার পর থেকেই সংরক্ষিত আসনের সাবেক এমপি ও বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল আটপাড়ার প্রতিটি ইউনিয়নে নৌকার পক্ষ ব্যাপক প্রচার প্রচারণাসহ ৭ টি ইউনিয়নেই জনগণের ভালবাসায় নৌকার বিজয় নিশ্চিত করতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে। প্রতিনিয়ত অধ্যাপক অপু উকিলের উপস্থিতি ও বক্তব্যে আটপাড়ার প্রতিটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামিলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের কর্মী সমাবেশ যেন নৌকার পালে হাওয়া লেগে সৃষ্টি হয়েছে গণ জোয়ার।
নৌকার প্রচারণামূলক প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে নৌকার জয়ধ্বনি দিয়ে কর্মীরা মিছিলে মিছিলে উপস্থিত হতে থাকে সমাবেশ স্থলে।
আটপাড়ার প্রতিটি নৌকার সভায় হাজার হাজার মানুষে মাঠ পূর্ণ হয়ে যায়। মাঠে বসার বা দাঁড়ানোর সুযোগ না থাকায় সারি সারি মানুষ ঠাঁই দাড়িয়ে থাকে নির্বাচনী জনসভার শেষ পর্যন্ত। আটপাড়ায় নৌকার বিশাল কর্মীগণের উপস্থিতিতে প্রত্যোক ইউনিয়নে প্রতিদিন সমাবেশ ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিটি নির্বাচনী জনসভায় আগামী ১১ নভেম্বরের নির্বাচনের দিন সপরিবারে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আটপাড়ার ৭ টি ইউনিয়নেই চেয়ারম্যান নির্বাচিত করার আহবান জানাচ্ছেন অধ্যাপক অপু উকিল।৩ নভেম্বর বিকাল ৩ টায় আটপাড়ার বানিয়াজান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস রানা আন্জুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। প্রধান বকৃতা হিসেবে বক্তব্য রাখেন আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজ্বী মোঃ খায়রুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নূর খান মিঠুন,সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান লিটন। এছাড়াও চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস রানা আনজু বক্তব্য রাখেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজ্বী মোঃ মোজাম্মেল হক, সুলতান উদ্দিন, নিরঞ্জন পাল,মহিলা নেত্রী নাসরিন আক্তার।
বানিয়াজান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস.এস ঈশা খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্তের পরিচালনায় এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এ সভায় কেন্দয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঞা,সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন ।
একই দিনে অধ্যাপক অপু উকিল বানিয়াজান,তেলিগাতী, দুওজসহ আরও কয়েকটি এলাকায় ইউপি নির্বাচনের পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।