নেত্রকোণার আটপাড়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সম্মেলন কক্ষে বন অধিদপ্তরের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে “আমরা পারি বন্যপ্রাণী বাঁচাতে” স্লোগানকে সামনে রেখে আজ সোমবার পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ফকির। সভায় উপস্থিত ছিলেন, বন্যপ্রানী অপরাধ দমন ইউনিটের পরিচালক, এ.এস.এম জহির উদ্দিন আফন, পরিদর্শক, নার্গিস সুলতানা, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মো: সাদেকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: গিয়াস উদ্দিন মাষ্টার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, উপজেলা শ্রমিক লীগ সভাপতি অমল দত্ত সহ সুশীল সমাজের প্রতিনিধি ও উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীগণ প্রমূখ। সভায় পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী বিষয়ক জনসচেতনতার উপর বিস্তারিত আলোচনা করা হয়।