সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন হয়েছে। সারাদেশের মতো নেত্রকোণার আটপাড়াতেও নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে ।
এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ আটপাড়া উপজেলা শাখা আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মহফিলের আয়োজন করা হয়৷
সকাল ৯টায় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় । এরপর সকাল ১০ টায় আটপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ দোয়া মাহফিলে
। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাৎবরণকারী সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম এর সভাপতিত্বে আলেচনা সভায় আরো ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ এর সভাপতি সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জুসহ নেতৃবৃন্দ