ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিভিন্ন এলাকা থেকে হেরোইন ও গাঁজা সেবনের উদ্দেশ্যে এবং সংরক্ষণ করার অপরাধে ২জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড করা হয়েছে। হেরোইনের গুড়া ও ২০ গ্রাম উদ্ধারকৃত গাঁজা পুঁড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বুধবার (১১ আগষ্ট ) দুপুরে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। আটককৃতরা হলেন- উপজেলার ভাংনামারী ইউনিয়নের উজান কাশিয়ার চর গ্রামের (১)মৃত মনির উদ্দিন ফকিরের ছেলে মোঃ মজিবর রহমান, (৬০) (২) ডৌহাখলা ইউনিয়নের তাতকুড়া গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মোঃ রুহুল আমিন,(৪৫)।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন কুমার সূর।