উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, প্রধামন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় এ পর্যন্ত ১৬২ পরিবারের মাঝে জমিসহ ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার আরও সাত পরিবারের মাঝে জমিসহ ঘর বুঝিয়ে দেয়া হবে।
এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।