অথচ চাকরি জীবনে কখনই উঁনার সার্টিফিকেটের প্রয়োজন পড়ে নাই। অনেকদিন পূর্বে তিনি সংবাদ পত্রের এক সাক্ষাতকারে বলেন-আমার শিক্ষাজীবনের সার্টিফিকেট আসলে কোথায় আছে তাও জানি না। আমি দুইটা ইউনিভার্সিটিতে ছাত্র-ছাত্রীদের পড়াই। পর্যায়ক্রমে ৩টা প্রতিষ্ঠানের বড় পদে আমি দায়িত্ব পালন করেছি। আমার কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়ে নাই। কেউ আমার সার্টিফিকেট চায়ও নাই। ৩টি প্রতিষ্ঠানেই আমাকে ডেকে নিয়ে অনেক অনুরোধ করে চাকরিতে যোগদান করানো হয়েছে।
নেত্রকোনা জেলার কেন্দুয়ার গর্ব সৈয়দ আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন এবং ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেল, ইউএসএ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
সৈয়দ আলমগীর মূলত আইবিএতে পড়াশোনার পর যুক্তরাজ্যের ফার্মাসিউটিক্যালস কোম্পানি মে অ্যান্ড বেকার লিমিটেডের সঙ্গে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯২ সালে যমুনা গ্রুপের গ্রুপ মার্কেটিং ডিরেক্টর হিসেবে যোগদান করেন এবং এসিআই লিমিটেডে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যোগদানের পূর্বে ১৯৯৮ সাল পর্যন্ত কাজ করেন। পরে তিনি ব্যবস্থাপনা পরিচালক পদে উন্নীত হন।
এছাড়াও তিনি এসিআই কনজিউমার ব্র্যান্ডস, এসিআই সল্ট লিমিটেড, এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড এবং এসিআই ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি এসিআই-এর ফরেন জয়েন্ট ভেঞ্চারসহ আরো কয়েকটি কোম্পানির বোর্ড সদস্য। সর্বশেষ তিনি আকিজ ভেঞ্চারসের গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এফএমসিজি ক্যাটাগরিতে ১০০% হালাল সাবান কনসেপ্ট তারই উদ্ভাবিত।
সৈয়দ আলমগীর বেশ কয়েক বছর ধরে নর্থ সাউথ ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পার্টটাইম ফ্যাকাল্টি ছিলেন। সফল এবং কিংবদন্তি বিপণন ব্যক্তিত্ব মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে কাজ করছেন। এমজিআই পরিবার বিশ্বাস করে তার মাধ্যমে প্রতিষ্ঠানের কাজের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে ও ব্যবসায়িক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
আগামীদিনে সুইজারল্যান্ডের দাভোসে ঐতিহাসিক গ্লোবাল এসএমই সামিট ২০২৫ এর আয়োজন করতে যাচ্ছে গ্লোবাল এসএমই বিজনেস হোম (জিএসবিএইচ)। আগমী ২৩ থেকে ২৫ এপ্রিল দাভোস কংগ্রেস সেন্টারে এই সামিটটি অনুষ্ঠিত হবে।
সারাবিশ্বের সবচেয়ে বড় এসএমই এবং ব্যবসায়িক নেতাদের ৫০০+ এর বেশি সমাগোম। এই ইভেন্টে স্পিকার হিসেবে থাকবে ৫০টিরও বেশি শীর্ষ কর্পোরেট ও ব্যবসায়ী নেতারা। বাংলাদেশ থেকে স্পিকার হিসাবে থাকবেন কর্পোরেট জগৎ এর আইকন “সৈয়দ আলমগীর।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর_সৈয়দ_আলমগীর এমবিএ; বাংলাদেশ নিয়ে খুবই আশাবাাদী। তাঁর মতে বাংলাদেশের মানুষ খুব বুদ্ধিমান। চরম বিপদেও ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশের মানুষ। তাই বাংলাদেশ একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বলেই তিনি বিশ্বাস করেন।
কর্মবীর এই মানুষটি আগামীতে দেশের মানুষের কল্যাণে আরো অনেক বড় কাজ করতে চান। মানুষের কাছাকাছি গিয়ে তিনি নিজেকে উজাড় করে দিতে চান। মানুষের সেবা করে তাদের ভাগ্যের পরিবর্তনে কাজ করতে চান।
সম্প্রতি জনমানুষের সেবায় নিজেকে উজাড় করে দেওয়ার মনোভাবে নেত্রকোনার কেন্দুয়ায় বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন সৈয়দ আলমগীর এবং আগামীদিনে নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান বলে বিভিন্ন সভায় তার বক্তব্যে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন।