হৃদয় সরকার (২২) নামে একটি ছেলের সন্ধান পাওয়া যাচ্ছে না। তার বাবার নাম : শ্যামল সরকার, মা: শিউলী রানী সরকার, সাং: ২৯ নং কালীবাড়ী বাইলেন, ৯ নং ওয়ার্ড, ময়মনসিংহ সদর। সে পেশায় একজন ছাত্র, তার উচ্চতা- ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখ মন্ডল গোলাকার, ছোট ছাটা চুল।
তার পরনে ছিল সাদা রংয়ের গেঞ্জি ও কালো রংয়ের ট্রাউজার। খবর নিয়ে জানা যায় হৃদয় গত ১৩/০৮/২০২১ ইং দুপুর আনুমানিক ২ টায় বাসা থেকে বেড়িয়ে যায়, তার পর অনেক খোঁজা খুজির পরও তাকে পাওয়া যায় নাই। অতপর ময়মনসিংহ কোতোয়ালী থানায় অদ্য ১৪/০৮/২০২১ ইং তারিখে একটি সাধারণ ডায়েরি করা হয়।
যার জিডি নং-৯৬১। সকল হৃদয়বান ব্যাক্তিদেরকে এই ছেলেটির সন্ধান পাওয়া মাত্র যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ – ০১৭৯০ ৮০৪৪০৬