মো: মানিক মিয়া, বয়স ৪৩ বছর। তিনি প্রায় দুই মাস আগে বাড়ি থেকে কোথায় যেন হারিয়ে গেছে।
তিনি নেত্রকোনা জেলার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামের বাসিন্দা। সে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি।
মানিক মিয়া মানসিকভাবে অসুস্থ। তার গায়ের রং শ্যামলা, পড়নে ছিল গেঞ্জি শীতের চাদর ও লুঙ্গি।
তার বোন জানান, মানসিকভাবে অসুস্থ মানিক মিয়া গত ২০২৩ সালে ৫ ডিসেম্বর গ্রামের বাড়ি থেকে বেরিয়ে আর বাসায় ফেরেনি। তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোথায় পাওয়া যায়নি।
যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে তার ভাই সবুজ মিয়া (মোবাইল নং-01739-071203 ও 01933-456649) ও তার বোনের (মোবাইল-01744-831106) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।