আজ থেকে সারাদেশের ন্যায় নেত্রকোণাতেও শুরু হয়েছে এসএসসি ও দাখিল পরীক্ষা। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সীমিত পরিসরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
সরকারকর্তৃক নির্দেশনা মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে শিক্ষার্থীদেরকে উৎসাহ যোগাতে মাঠে নেমেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান।
শনিবার সকাল ৮ ঘটিকা থেকে জেলা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে নানারকম শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে অবস্থান করতে দেখা যায় ছাত্রলীগ নেতাকর্মীদেরকে।
এসময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী কলম, ফাইল, স্কেল, পানির বোতল এবং সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার উপহার হিসেবে দেওয়া হয়।
এসব বিতরণকালে সোবায়েল আহম্মেদ খান বলেন, যেহেতু আমি ছাত্রলীগ নেতা তাই সাধারণ ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমার গুরু দায়িত্ব। সেই সাথে শিক্ষার্থীদেরকে শুভকামনা জানিয়ে বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার দিয়েছি। যেন তারা উৎসাহ নিয়ে পরীক্ষা দিতে পারে। আর পরীক্ষা চলাকালীন সময়ে জেলা ছাত্রলীগ তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সৈয়দ আল রাকিব, সৈকত পুরাকায়স্ত, মুহাম্মদ মোরসালিন, আবির হাসান মামুন, জুবায়ের রনি, সাইনুল হক তুহিন, এসপি শুভ্র, মেহেদী হাসান, মোঃ আব্দুল্লাহ প্রমুখ।