দারিদ্রের সঙ্গে লড়াই করে বেড়ে উঠা নেত্রকোনা জেলার কেন্দুয়া সায়মা শাহজাহান একাডেমির এবারের এসএসসি পরিক্ষার্থীর মো: নাসিম শহীদ শেখ রাসেল ৩৭তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিস অনুর্ধ্ব/১৭, প্রতিযোগিতায় এক’শ মিটারে প্রথম স্থান ’দ্রæত মানব’ এবং দুই’শ মিটারেও প্রথম স্থান অর্জন করে দেশসেরা খেতাব, স্বর্ণের মেডেল ও সনদপত্র পেয়েছে। নাসিম জানায়, বাংলাদেশ এ্যাথলেটিস ফেডারেশনের আয়োজনে গত ২২ ও ২৩ অক্টোবর ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ্যাথলেটিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমি দ্রæত মানব ইভেন্টে ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড়এ অংশ গ্রহন করে ২টিতেই প্রথম হয়ে দেশসেরা খেতাব অর্জন করি । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রি জাহিদ হাসান রাসেল এমপি এবং বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: হারুন উর রশিদ। পরে অতিথিগণ স্বর্ণের মেডেল ও সনদপত্র নাসিমের হাতে তুলে দেন । মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে নাসিমের পিতা কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা গ্রামের হাঁস-মুরগী ব্যাবসায়ী মোঃ বাবুল ইসলাম বাদল এ প্রতিবেদককে জানান, আমার দুই ছেলে তিন মেয়ের মধ্যে নাসিম মেঝো। সে ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী। আমি গরিব মানুষ, ঠিকমতো ছেলেকে সহযোগিতা করতে পারি না। নাসিম এবার এসএসসি পরীক্ষা দেবে। মেয়ে তিনটি লেখপড়া করছে। নাসিমের মা জুবেদা আক্তার গৃহিনী। সংসারে অনেক খরচ। তাই বড় ছেলেকে নিয়ে হাঁস-মুরগী কেনা-বেচা করে সংসার চালাই। আমার নাসিম কোন প্রশিক্ষক ছাড়াই একক প্রচেষ্ঠায় ২০১৭ সাল হতে এ পর্যস্ত উপজেলা, জেলা, বিভাগ হয়ে এবার দেশ সেরা হয়েছে। সে ৬৫টি মেডেল অর্জন করেছে। এ আনন্দে আমি আনন্দিত ও খুবই গর্বিত। নাসিমের জন্য সকলের কাছে দোয়া চাই। সে যেনো ভবিষ্যতে বিদেশেও খেতাব অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, পারে যেনো বিশ্বসেরা এ্যাথলেটিস হতে।