‘মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা-২০২২” উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে অনুষ্ঠিত হলো আবৃত্তি আসর। শনিবার সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে গৌরীপুর আবৃত্তি পরিষদের পরিবেশনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম।
অনুষ্ঠানে আবৃত্তি করেন গৌরীপুর আবৃত্তি পরিষদের আহবায়ক শফিকুল ইসলাম মিন্টু, সদস্য সচিব শেখ মোঃ বিপ্লব, সদস্য সুপক রঞ্জন উকিল, আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান, মোখলেছুর রহমান ও স্বরচিত কবিতা পাঠ করেন কবি নূরুল আবেদীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, আবৃত্তি পরিষদের সদস্য হলি সিয়াম শ্রাবণ ও উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।