পরিবার পরিকল্পনা পরিদর্শক দুলাল উদ্দীন রচিত মুক্তির উৎসব ও সুবর্ন জয়ন্তী মেলায় ২৩ মার্চ বুধবার ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক আয়োজিত নাটক বাল্য বিবাহ কুফল সম্পর্কিত “করোনায় বিয়ে” মঞ্চায়িত হয়।। পরিচালনা করেন মাহ্দী হাসান খান, শিল্প নির্দেশনায় রনি, বিশেষ দিক নির্দেশনায় উপ-পরিচালক মেহেরুননেছা ছিদ্দিকী । নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সালমা আক্তার, মোঃ জসীম উদ্দীন, আতিকুজ্জামান সুমন, আসাদুজ্জামান, মোরশেদ আহম্মেদ, মোরাদ,শাপলা, দুলাল উদ্দিন, গোলাম মোস্তফা, শফিক, মশিউর, নাটকটি বর্তমান সময়োপযোগী পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ সহায়ক প্রামাণ্য চিত্র। উপস্থিত দর্শকবৃন্দ, মনযোগসহকারে উক্ত নাটকটি উপভোগ করেন। সচেতন মহলের অনেকে বলেন এ রকম সময়োপয়োগী নাটক বার বার উপভোগ করতে চায় তারা। এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক, বিভাগীয় পরিচালক সহ পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।