শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির নেতৃবৃন্দ  নাশকতার মামলায  নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র ঢাকা থেকে গ্রেফতার  নানা শ্রেণি পেশার মানুষকে নিয়ে ‘আন্তঃ সীমান্ত নদী, নেত্রকোনা বাসীর প্রত্যাশা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত মদনের সেচ্ছায় তাঁতী লীগের আহবায়কের পদত্যাগ  মদনে ৫ ইউপি চেয়ারম্যান পলাতক নাগরিক সেবা ব্যাহত খালিয়াজুরীতে ঘরের জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু নেত্রকোনার খালিয়াজুরীতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন ভাতিজা চাচাকে প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ। নেত্রকোনায় বন্যার কারণে ১৮৬টি বিদ্যালয় বন্ধ ঘোষনা অধরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত

কুকুর আতংকে গৌরীপুর।। গত দুই দিনে শিশুসহ আহত ২৫

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪৮৮ বার পড়া হয়েছে
কুকুর আতংকে আতঙ্কিত ময়মনসিংহের গৌরীপুরের জনগন। গত দুই দিনে শিশুসহ আহত ২৫। গত শনিবার বিকেল থেকে  রোববার রাত পর্যন্ত তাঁরা কুকুরের আক্রমণের শিকার হন। তাঁদের মধ্যে দুজন মধ্যবয়স্ক নারী, বাকিরা ৩ থেকে ১০ বছরের শিশু। আক্রান্তদের বেশির ভাগই গৌরীপুর পৌর শহরের বাসিন্দা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কয়েকজনকে পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল থেকে জরুরি বিভাগে হঠাৎ করেই কুকুরের কামড়ে আহত রোগী আসা শুরু হয়। পরে তা ক্রমান্বয়ে বাড়তে থাকে।শনিবার আহত হয়ে চিকিৎসা নেয় পৌর শহরের সতিষা মহল্লার নুরুল হকের মেয়ে ফাতেমা খাতুন (১০) ও জহিরুল ইসলামের মেয়ে জিনিয়া (৫)। পশ্চিম দাপুনিয়া মহল্লার পায়েল আহম্মেদের ছেলে রাফি (৫) ও জায়েদুল ইসলামের স্ত্রী রুনা আক্তার (৩০)। সাতুতী গ্রামের ফারুকের মেয়ে ঝর্ণা (৯) ও ইসমাঈল (৬)। পৌর শহরের জান্নাতুল (১৪) ও সামান্থা (৭), মইলাকান্দা ইউনিয়নের কাউরাট গ্রামের বাবুলের স্ত্রী রুনা (৩২)।
রোববার সকাল থেকে রাত পর্যন্ত চিকিৎসা নিতে আসেন পৌর শহরের মধ্য বাজার মহল্লার সাধন পালের স্ত্রী অঞ্জনা, শহিদুল্লাহর ছেলে আরিয়ান (৪), বেকারকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে সিয়াম (৩), জায়ান (৫), পৌর শহরের ঘোষপাড়া মহল্লার সুমনের ছেলে সাঈম (৮), সরকারপাড়া মহল্লার চয়ন সরকারের ছেলে কৃষ্ণ, লিটনের ছেলে অরণ্য (৭), আনোয়ারের ছেলে রফিক (৬), শুভর ছেলে শিমুল (৬)।
এ ছাড়া পৌর শহরের বালুয়ারাপাড়া মহল্লার তিনজন, সতিষা মহল্লার দুই শিশু, শালিহর গ্রামের দুজনকে কুকুরে কামড়ানোর খবর পাওয়া গেছে। এমনকি বিভিন্ন এলাকায় অর্ধশত ছাগল ও হাঁস-মুরগি কুকুরের আক্রমণের শিকার হয়েছে।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক চিকিৎসক রাজেন্দ্র দেবনাথ বলেন, কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আক্রান্তদের বেশির ভাগই শিশু। তাঁরা জলাতঙ্কের ঝুঁকিতে রয়েছে।
গৌরীপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডক্টর হারুন অর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে কুকুরগুলো অসুস্থ। এসব কুকুরের কামড়ে জলাতঙ্কের আশঙ্কা অনেক বেশি। পৌরসভার সহযোগিতা পেলে আমরা এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রস্তুত আছি।
গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে খুবই চিন্তিত, পৌর শহরেই মানুষ বেশি আহত হচ্ছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ সাংবাদিকদের বলেন, হঠাৎ করে ব্যাপকভাবে কুকুরের আক্রমণ বেড়ে যাওয়ায় খুবই উদ্বিগ্ন। ইতিমধ্যে প্রাণীসম্পদ কর্মকর্তা ও পৌরসভার মেয়রের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে।
সুপক রঞ্জন উকিল
০১৭১১ ৩২১০৯৮

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin