স্মার্ট বাংলাদেশ আমরা করবো জয় এই শ্লোগানকে সামনে তুলে ধরে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার বিকালে এক বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরুন সাংবাদিক মাঈন উদ্দিন সরকার রয়েলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম,উপজেলা পরিষদ হলরুমে বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেন পিপিএম,বরণী অতিথিদের মধ্যে গুরুত্বপূর্ণ পূর্ণ বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ শারমীন সুলতানা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান।
এছাড়াও আরও বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী জাহানারা রোজি,কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিদের বরণ করাসহ তাদের হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।