নেত্রকোনার কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব এর সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করীম মামুন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি।
এসময় তিনি রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, সাংবাদিক সমাজ কেন্দুয়ার উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মাধ্যমে কেন্দুয়াকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশায় তিনি আশাবাদ ব্যাক্ত করেন। মত বিনিময় সভার শুরুতে মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমিকে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি আবুল কালাম আজাদ গোলাপ, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি ও ভোরের ডাক পত্রিকার কেন্দুয়া প্রতিনিধি আবুল কাশেম আকন্দ, সাবেক সাধারন সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি জিয়াউর রহমান জীবন, বাংলাদেশ টুডে কেন্দুয়া প্রতিনিধি, মাইন উদ্দিন সরকার রয়েল, সংবাদ পত্রিকার কেন্দুয়া উপজেলা প্রতিনিধি মো.হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।