ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ। এক মাস সিয়াম সাধনার পর আনন্দের সঙ্গে পালন করা হয় ঈদুল ফিতর। এই আনন্দকে আরও আনন্দময় করে তুলতে কেন্দুয়ার উকিল বাড়ীতে চলছে ঈদ সম্প্রীতির এক অপূর্ব উৎসব।
ইতোমধ্যে পবিত্র রমজানে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল থেকে শুরু করে বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক- সাংবাদিক, দলীয় নেতাকর্মীসহ সকল শ্রেনী পেশার মানুষের সম্মানে কেন্দুয়া-আটপাড়ার বিশ ইউনিয়নে ইফতার আয়োজন সম্পন্ন করার গৌরব অর্জন করেছেন উকিল বাড়ির কর্ণধার নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তাঁর সুযোগ্য সহধর্মিণী বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।
ঈদ আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দিতে বিশ রমজানের পর থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে- কেন্দুয়ার উকিল বাড়িতে বিতরণ করা হয় ঈদ উপহার। নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলার পৌর সদরের সাউদপাড়া গ্রামে অবস্থিত দৃষ্টি নন্দন উকিল বাড়ি।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে এ উকিল বাড়িতে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য ছুটে আসে কেন্দুয়া- আটপাড়ার অগনিত নেতাকর্মী। শুভেচ্ছা বিনিময় করতে আসা নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি পরম মমতায় আগত সবাইকে আপ্যায়িত করেন এমপি অসীম কুমার উকিল ও অধ্যাপক অপু উকিল।
ঈদের দিন জনমানুষের পদচারণায় মুখরিত উকিল বাড়ী সম্প্রীতির মেলবন্ধনের এক অনন্য উদাহরণ। প্রতিবারের ন্যায় এবারও প্রতীয়মান হয়েছে উকিলবাড়ীর মিলনায়তন কক্ষে যেন এক ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদ পূর্ব চাঁদ রাতে অপু উকিলের উপস্থিতে গায়কের কন্ঠে গান আর সকলের ফটোসেশান সবিই যেন এক ঈদ মিলনমেলার আয়োজন।
পবিত্র ঈদুল ফিতরের দিন- উকিলবাড়ীর মিলনমেলা ছিল সর্বস্তরের মানুষের পর্দাপণে মুখরিত। উকিল বাড়ীর ঈদ আনন্দে আরও যোগ হয় ঈদ সেলামী। ঈদের দিন স্নেহধন্য ভক্তবৃন্দকে বাড়ির গৃহলক্ষী অধ্যাপক অপু উকিল ঈদ সেলামী উপহার দেওয়ার পাশাপাশি সকলের পরিবার পরিজনের খোঁজ খবর নেয়। ঈদ আনন্দে সামিল হয়ে এমপি অসীম উকিল মিলনায়তন রুমে সকাল থেকে রাত অবধি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন স্থান থেকে আসা সর্বস্তরের মানুষের সাথে।
উকিল বাড়ীর ঈদ সম্প্রীতির অপূর্ব এই উৎসব আমাদেরকে স্বরণ করিয়ে দেয়- এ উৎসব কঠোর কোন ধর্মের উৎসব নয়; এই উৎসব হল পুনর্মিলন। ভেদাভেদ ভুলে মানুষকে আপন করে তোলা। অস্থির সময়ে সকল ভেদাভেদ ভুলে একে অপরকে আলিঙ্গন করার মহৎ প্রয়াস।
উকিল বাড়িতে “ঈদের পরদিন”সকল শ্রেনী পেশার মানুষের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। এ আয়োজন পরম সত্য উপলব্ধি করায় এবং প্রমাণ করায় আমাদের রাজনৈতিক দর্শন, সামাজিক রীতিনীতি,ঈদ মানে সকল ভেদাভেদ ও শত্রুতা ভুলে সকল সম্প্রদায়ের মানুষকে আলিঙ্গন করা। সকল প্রকার সংকীর্ণতাকে দূরে ঠেলে সকল মানুষকে অবলম্বন করা।
উকিলবাড়ীর ঈদ আনন্দের অপূর্ব উৎসব যেন বার বার স্বরণ করিয়ে দিচ্ছে-ধর্মীয় উৎসবে ধর্মান্ধতা যেন ভ্রাতৃত্বের মহান আদর্শকে গ্রাস করতে না পারে। বরং সাম্প্রদায়িকতার সংকীর্ণ বেড়া বেয়ে অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব সম্প্রসারণ ও ঐক্য গড়ে তুলতে পারলেই এই পৃথিবীতে মুক্তির পথ সুগম হবে।
আমাদের বিশ্বাস- এমপি অসীম কুমার উকিল ও অধ্যাপক অপু উকিলের উদ্যোগে উকিল বাড়ীর এই সম্প্রীতির উৎসব আয়োজন -সমাজ থেকে যাবতীয় অনাচার দূর করে আমাদের ধর্মীয় ও সামাজিক চেতনার মাধ্যম হিসেবে একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।
আমাদের আশা নয়;বিশ্বাস- সম্প্রীতির অপূর্ব মেলবন্ধনের মাধ্যমে আগামীদিনে অধ্যাপক অপু উকিলসহ সকলের আন্তরিক সহযোগিতায় এমপি অসীম উকিলের ঐকান্তিক প্রচেষ্ঠায় আটপাড়া-কেন্দুয়ার সামগ্রিক উন্নয়ন সাধিত হবে।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।