সম্প্রতি নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ৩ ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ে দলীয় প্রার্থী বাছাই কল্পে বর্ধিত সভা। আরও দুটি ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হলেই উপজেলার মোট ১৩ টি ইউনিয়নে তৃণমূলে দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এসব প্রক্রিয়া সম্পন্ন করছে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ। গত বুধবার বিকালে বলাইশিমুল ও গড়াডোবা ইউনিয়নে এবং বৃহস্পতিবার বিকালে নওপাড়া ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে গড়াডোবা ইউনিয়নে তৃণমূল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান খান সোহাগ ও বলাইশিমুল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান এবং নওপাড়া ইউনিয়নে তৃণমূল নেতাকর্মীদের ভোটে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু প্রথম হয়েছেন ।