নেত্রকোনার কেন্দুয়ায় (২২এপ্রিল) শুক্রবার কেন্দুয়া আটপাড়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের সহধর্মিণী, সাবেক এমপি বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিলের আয়োজনে সাংবাদিকদের সম্মানে নিজ বাসভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল।
উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ- সভাপতি ও নিউজ মাল্টিমিডিয়ার কর্ণধার সাংবাদিক বিজয় রজক, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক বাবু রাখাল বিশ্বাস, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা,প্রচার সম্পাদক সুনীল পোদ্দার,তথ্য ও গবেষণা সম্পাদক আয়নাল হক, কেন্দুয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, সাংবদিক মহিউদ্দিন সরকার, কেন্দুয়া প্রেসক্লাবের, সদস্য আব্দুল্লাহ, কিশোর কুমার শর্মা, হুমায়ুন কবির, মজিবুর রহমান, রিপোর্টাস ক্লাবের সাংবাদিক আবুল কাশেম আকন্দ,কামরুল কবির ভূঞা, জয়যাত্রা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মাইন উদ্দিন সরকার রয়েল,বিএমএফ টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল আলম দুলাল, মানবকন্ঠ পত্রিকার রোকন উদ্দিন এছাড়াও নেত্রকোনা থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সবুজ নিশান পত্রিকা নেত্রকোনার জেলা প্রতিনিধি মোঃ আজিজুুর রহমান আকন্দ শাহ্জাদা প্রমুখ।
ইফতার শেষে সাংবাদিকদের ঈদ উপহার সামগ্রী প্রদান করেন।