নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দুয়া উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ মোস্তাফিউজুর রহমান বিপুলের দ্রুত সুস্থতা কামনায় ৫১ টি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা ১১ নং চিরাং ইউনিয়ন যুবলীগের উদ্যোগে চিরাং ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডের ১৫ টি গ্রামের মোট ৫১টি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
উল্লেখ্য -গত ২৬ জুন বিকালে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিউজুর রহমান বিপুল এক মটর সাইকেল দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ নিয়ে যাওয়া হয়। তাঁর ডান হাতের সোল্ডার জয়েন্টের ক্লাভিকেল হাড় ও ডান পায়ের কনিষ্ঠ অঙ্গুলি ভেংগে গেছে ।
বর্তমানে ময়মনসিংহ ট্রমা সেন্টার এন্ড স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন রয়েছে । আগামীদিনের ইউপি নির্বাচনে মোস্তাফিউজুর রহমান বিপুল আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন প্রত্যাশী।