নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলেম উলামাদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দুয়া উপজেলা পাবলিক হলে ১০ এপ্রিল রবিবার অষ্টম রমজানে এ আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল ও অধ্যাপক অপু উকিল।
ইফতার পূর্ব আলোচনাসভায় কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁঞার সভাপতিত্বে ও কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঁঞার পরিচালনায় নেত্রকোনা জেলা আওয়ামী লীগ ও কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দোয়া ও ইফতার মাহফিলে অনেক আলেম উলামাসহ রাজনৈতিক ও সুধীজন ও গণমাধ্যমকর্মী গণ উপস্থিত ছিলেন।