নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রামে- আশ্রয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ঘরের মালিকানা; উপকার ভোগীদের মাঝে বুঝিয়ে দিয়েছেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম। তিনি ১২ জুন বিকালে ২৩ ভূমি ও গৃহহীন পরিবারের হাতে ঘরের নাম্বার সম্বলিত কাগজপত্র বুঝিয়ে দেন।
এ সময় উপকার ভোগীরাসহ কেন্দুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা এলইজিডি কর্মকর্তা ও গণমাধ্যমেকর্মীরা উপস্থিত ছিলেন।
এক একর ৮৬ শতাংশ ভূমির মধ্যে মাত্র ৪৬ শতাংশ ভূমিতে ২৩টি পরিবারের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে যাদের ভূমিও- নেই ঘরও নেই, তাদেরকে দুই শতাংশ ভূমি ও ওই ভূমিতেই আধাপাকা ঘর নির্মান করে দেয়া হচ্ছে।
উপকার ভোগীরা যাতে করে নিজেরা প্রতিদিন নিজেদের জন্য বরাদ্দকৃত নির্মানাধীন ঘরের তদারকিসহ দেখ ভাল করতে পারে সেজন্য এ ঘরগুলো তাদেরকে সরেজমিনে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম জানান, মাঠে যে ভূমি রয়েছে, তা সংস্কার ও দখলমুক্ত হলে সুন্দর পরিবেশে খেলাধুলাও চলবে, আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ভূমিহীনরা পাবেন স্বপ্নের ঠিকানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম জানান, ২৩টি পরিবারের পানীয় জলের সুবিধার জন্য ৪টি সাবমারজিবুল স্থাপন করা হচ্ছে। সেই সাথে প্রতি ঘরেই আলাদা আলাদা বিদ্যুতের মিটার থাকছে। এছাড়া মাঠ সংস্কার ও আশ্রয়ন প্রকল্পের যাতায়াতের জন্য একটি রাস্তা সংস্কারের মাধ্যমে পাকা করা হচ্ছে।
বলাইশিমুল গ্রামের উপকারভোগী কালা মিয়া ও এরশাদ পাগলা জানান, আমাদের ঘরও ছিলনা জায়গাও ছিলনা প্রধানমন্ত্রী আমাদের ঘর ও জায়গা করে দিয়েছেন। এজন্য আমরা প্রধানমন্ত্রীর প্রতি খুব খুশি।